
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে গিয়ে আবু বক্কর (৩) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আবু বক্কর উপজেলার বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। ঘটনার সময় সে তার মায়ের সঙ্গে নানার বাড়ি ভৈরবনগরে বেড়াতে এসেছিল।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে শিশুটির নানা বাজার থেকে লিচু এনে দেন। বাড়ির উঠানে খেলাধুলার ফাঁকে আবু বক্কর লিচু খেতে গিয়ে অসাবধানতাবশত একটি বিচি গিলে ফেলে, যা তার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে শ্বাস নিতে না পেরে সে অচেতন হয়ে পড়ে। প্রথমে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নেওয়া হয়, পরে অবস্থা গুরুতর হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা তারেক জিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সুস্থ ছেলেটা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সে লাশ হয়ে বাড়ি ফিরল।”
এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা শিশুদের ফল খাওয়ানোর সময় অতিরিক্ত সতর্কতার পরামর্শ দিয়েছেন।






Just signed up with 99okwin, and so far, so good! The interface is clean, and I’m already eyeing a few games. Hoping for some big wins! Definitely checking out 99okwin.