শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ ভবন ও স্থাপনার নতুন নামকরণ, সিন্ডিকেটে অনুমোদন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসহ মোট ১২টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ মে) রাতে অনুষ্ঠিত ৫৩৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ‘বিজয়-২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম হবে ‘জুলাই-৩৬ হল’, সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন হবে ‘প্রশাসন ভবন-১’, মনসুর আলী প্রশাসন ভবন হবে ‘প্রশাসন ভবন-২’, এবং শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন হবে কেবল ‘সিনেট ভবন’।

এছাড়া শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম’, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের পরিবর্তে নামকরণ হয়েছে ‘জাবির ইবনে হাইয়ান ভবন’, ড. এম এ ওয়াজেদ মিয়া ভবন এখন ‘জামাল নজরুল ভবন’, এবং কৃষি অনুষদ ভবনের নাম হবে শুধু ‘কৃষি ভবন’।

শেখ রাসেল মডেল স্কুল এখন থেকে পরিচিত হবে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল’ নামে। শহরের প্রবেশদ্বার কাজলা গেটের নাম পরিবর্তন করে করা হয়েছে ‘শহীদ সাকিব আঞ্জুম গেট’, এবং বিনোদপুর গেট হয়েছে ‘শহীদ আলী রায়হান গেট’।

এই নামকরণ নিয়ে বিতর্কের শুরু হয় ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি। ওই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কয়েকটি হল ও স্কুলের নামফলক ভেঙে নতুন নাম দিয়ে ব্যানার টানিয়ে দেন। তারা বঙ্গবন্ধু পরিবারের নামে থাকা সব নামফলক ও দেয়াল লিখন মুছে দেন এবং নিজস্ব নামকরণের প্রস্তাবনা সামনে আনেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, এসব সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতে এবং প্রতিষ্ঠানিক স্বার্থে গ্রহণ করা হয়েছে।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button