
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিভাজন নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়েই আমাদের দেশ গড়তে হবে।” শুক্রবার (৮ মে) রাজধানীর ফার্মগেট খামারবাড়ীর বার্ক মিলনায়তনে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ‘ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “১৯৭১ সালে আমরা যে অসাধারণ ভ্রাতৃত্ব ও ঐক্যের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই চেতনা যেন আজও অটুট থাকে। আজ আমরা এক সংকটময় সময়ে দাঁড়িয়ে। এই সময়ে কোনো শক্তি যেন জাতিকে বিভক্ত করতে না পারে। আমাদের প্রয়োজন ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধা।”
মির্জা ফখরুল জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন তুলে ধরেছিলেন, সেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও বরাবরই সংখ্যালঘু শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়ে এসেছেন। তার মতে, বাংলাদেশে সবাই সমান—এখানে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।”
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য সংগ্রাম করছি। এই পথে বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাগারে ছিলেন, তারেক রহমান আজও নির্বাসিত। এসব ত্যাগ একটি মাত্র উদ্দেশ্যকে সামনে রেখেই—এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে এবং জনগণ মুক্তভাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সভাপতি অ্যাডভোকেট জন গমেজ। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, আব্দুস সালাম, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ এবং বাংলাদেশ খ্রিস্টান ফোরামের মহাসচিব অনিল লিও কস্তা।
অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক আনন্দঘন পরিবেশে পরিণত করে।









VN123bet seems decent, good enough selection of games to keep you happy. I’ve been making decent profits over here! vn123bet