
শনিবার বিকেল ৫টায় হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা আসে ভারত ও পাকিস্তানের মধ্যে। তবে এই ঘোষণা কোনো সামরিক কমান্ডের পক্ষ থেকে নয়, বরং আসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Truth Social প্ল্যাটফর্ম থেকে।
এই ঘোষণার প্রেক্ষিতে যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার মোহাম্মদ ফয়সালকে প্রশ্ন করা হয় ট্রাম্পের ভূমিকা নিয়ে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিস্তারিত জানি না, তবে ট্রাম্পের কথায় সন্দেহ করার কোনো কারণ নেই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই শান্তিচুক্তিতে ভূমিকা রেখেছে। যদি আমাদের বন্ধুদের এমন সাহায্য থাকে, তাহলে তা খুবই ইতিবাচক।”
ট্রাম্প তার Truth Social–এ পোস্ট করে এটিকে “সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি” বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এই সিদ্ধান্তে পৌঁছাতে আমেরিকান কূটনৈতিক উদ্যোগ মুখ্য ভূমিকা রেখেছে।
রবিবার আবারও তিনি ভারত ও পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আমি গর্বিত এমন নেতৃত্ব পেয়ে যারা সময়মতো সংঘর্ষ থামানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ বেঁচে যেতে পারে।”
ট্রাম্প আরও লেখেন, “আমি ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কাজ করব, যদি হাজার বছরের এই কাশ্মীর ইস্যুর কোনো সমাধানে পৌঁছানো যায়। ঈশ্বর তাদের মঙ্গল করুন—তারা একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে।”
এদিকে, কাশ্মীর উপত্যকায় ছয় দিন পর প্রথমবারের মতো এক রাত কাটে শান্তভাবে—আকাশে যুদ্ধবিমান বা ড্রোনের শব্দ ছাড়াই।













Needed a reliable site while traveling, and bong88comvn came through. Easy to use on mobile, and the connection was always stable. Two thumbs up! bong88comvn