
আইপিএল ২০২৫–এ নিজেদের টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজকের ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস বলছে—বিকেল-সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস এ মৌসুমে দুর্দান্ত শুরু করতে পারেনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হার দিয়ে তাদের যাত্রা শুরু হয়। সেই ম্যাচে মোস্তাফিজ ৩ ওভার বল করে ২৪ রান দিলেও কোনো উইকেট পাননি। এরপর থেকে প্রতিটি ম্যাচই যেন তাদের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হিসাবটা তুলনামূলক সহজ। তারা আজ জয় পেলে প্লে-অফে এক পা দিয়ে রাখবে, আর না জিতলেও শেষ ম্যাচে জয়ের সুযোগ থেকে যাবে। তবে দিল্লির কোনো বিকল্প নেই—জিততেই হবে এই ম্যাচে।
তবে মাঠের লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। মঙ্গলবার মুম্বাইতে ভারী বৃষ্টির কারণে দুই দলের অনুশীলন ব্যাহত হয়। আজকের ম্যাচেও একই পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইপিএল কর্তৃপক্ষ অবশ্য নতুন নিয়ম চালু করেছে—বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হলেও অন্তত দুই ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত সময় রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময় পার হলেও অতিরিক্ত সময়ের ভেতরে ম্যাচ শেষ করার সুযোগ থাকবে। কিন্তু এর কার্যকারিতা নির্ভর করছে একটাই ব্যাপারে—বৃষ্টি থেমে যেতে হবে।
এদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের অবস্থান আরব সাগরের একেবারে পাশেই। ফলে বৃষ্টির সম্ভাবনা এখানে সবসময় একটু বেশি। আজকের ম্যাচে যদি বৃষ্টির কারণে বল মাঠে গড়াতে না পারে, তাহলে দিল্লির প্লে-অফ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে একেবারে আনুষ্ঠানিকভাবেই।
তাই আজকের ম্যাচটি শুধু কৌশলগতভাবেই নয়, আবহাওয়াগতভাবেও চরম গুরুত্বপূর্ণ মোস্তাফিজদের জন্য। বাঁচা-মরার ম্যাচে তারা পারবে কি প্রতিকূলতাকে জয় করতে?












Ugh, those blocked links are a pain. Linkvaow88bong88 promises a working one so I’m grabbing it fast…maybe this time I’ll finally get in!. linkvaow88bong88