বাংলাদেশ

দুর্ঘটনা থেকে রক্ষা: বিমানের ক্যাপ্টেনসহ তিনজন পেলেন সম্মাননা

চাকা খুলে যাওয়ার পরও উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করানোর সাহসিকতা ও দক্ষতার জন্য সম্মাননা পেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনজন ক্রু। তারা হলেন ফ্লাইটের ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন।

আজ সোমবার রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বলাকা ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, সাহসিকতা ও পেশাদারিত্বের এই অনন্য উদাহরণকে স্বীকৃতি জানাতেই এই আয়োজন।

গত শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিজি ৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। ফ্লাইটটি ছিল Dash 8 Q400 মডেলের, যেখানে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। চাকা হারানোর মতো গুরুতর সমস্যার পরও অভিজ্ঞ পাইলট ও ক্রুরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাঁদের এই সাহসী ও দক্ষ ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতেও যেন সবাই সজাগ ও প্রস্তুত থাকেন।”

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button