
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী ৭২ ঘণ্টা ধরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বান্দরবানসহ খুলনা বিভাগে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।
রোববার (১৮ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে ৭২ ঘণ্টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, “এই তিন বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পরবর্তী সময়ে তা কমে আসতে পারে।”
বৃষ্টিপাতের মাত্রা অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতি ভারি হিসেবে গণ্য করা হয়।
এদিকে রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহ পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, বান্দরবানসহ খুলনা বিভাগে যে মৃদু তাপপ্রবাহ বইছে, তা প্রশমিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে—৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে—২১ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে রাঙামাটিতে সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে ৯৪ মি.মি., কুতুবদিয়ায় ৭৫ মি.মি., কক্সবাজারে ৭৩ মি.মি., এবং গোপালগঞ্জ, কুমারখালী ও কয়রায় ৬১ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।













Been using Zalopay to top up my Fun88 account thanks to the advice from fun88forum.com. Super convenient! Try it yourself at: nạp tiền fun88 zalopay