
আইপিএল প্লে-অফের প্রথম দুই স্থানে থাকলে দলগুলো কোয়ালিফায়ার ১-এ খেলার সুযোগ পায়, যেখানে জিতলেই সোজা ফাইনালে ওঠা যায়। আর হারলেও দ্বিতীয় সুযোগ মেলে কোয়ালিফায়ার ২-এ। তাই লিগ টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা পাওয়ার লড়াইয়ে মরিয়া প্রতিটি দল।
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে গেলেও এখনও প্রথম দুইয়ে শেষ করার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই ম্যাচে জয় পেলে কোহলির দল ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসতে পারত। কিন্তু ৪২ রানে হেরে যাওয়ায় তারা ১৭ পয়েন্টেই থেকে যায় এবং নেমে আসে তালিকার তিন নম্বরে।
কী করতে হবে আরসিবি-কে?
বেঙ্গালুরুর সামনে এখন একটি মাত্র ম্যাচ বাকি, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচ জিতলে তারা ১৯ পয়েন্টে পৌঁছাবে। তবে শুধুমাত্র নিজেদের ম্যাচ জিতলেই হবে না—দৃষ্টি রাখতে হবে প্রতিদ্বন্দ্বী দলের পারফরম্যান্সের ওপরও।
গুজরাত টাইটান্সের সমীকরণ:
গুজরাতের একটি ম্যাচ বাকি, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। যদি গুজরাত সেই ম্যাচে হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট থাকবে ১৮-তে, আরসিবি তখন এগিয়ে থাকবে ১৯ পয়েন্ট নিয়ে।
পঞ্জাব কিংসের সম্ভাবনা:
পঞ্জাবের দুটি ম্যাচ বাকি—দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। যদি পঞ্জাব দিল্লির বিপক্ষে জিতে এবং মুম্বইয়ের বিপক্ষে হারে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৯-তে। তখন রানরেটের ভিত্তিতে হবে শেষ সিদ্ধান্ত।
মুম্বইয়ের ভূমিকা:
মুম্বই যদি পঞ্জাবকে হারায়, তবে তাদের পয়েন্ট হবে ১৮, যা আরসিবির চেয়ে কম। এতে আরসিবির জন্য সুবিধাজনক অবস্থা তৈরি হবে।
অর্থাৎ, আরসিবির জন্য সেরা সমাধান—নিজেদের শেষ ম্যাচে জয় নিশ্চিত করা এবং প্রার্থনা করা যেন গুজরাত ও পঞ্জাব পরবর্তী ম্যাচগুলোতে হারে বা রানরেটে পিছিয়ে পড়ে।












Okay guys, just tried rr88slot and it’s pretty cool! Lots of games to choose from, and so far, so good. Might be my new go-to spot. Check it out rr88slot!