
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাকিলা আক্তার নামে এক নারী। শনিবার (২৪ মে) দুপুরে দুর্ঘটনাটি ঘটে যখন স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগলে তারা দুজনই ছিটকে পড়েন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, আহত অবস্থায় দুজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিলা আক্তার মারা যান। তার স্বামী শাকিব গাজী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।













Yo! gà chọi c1.com is my go-to spot. Never lets me down with the live streams and results. Highly recommend giving it a look! Find your next winner at gà chọi c1.com.