
বাংলাদেশের কৃষিপণ্য আমদানির বাজারে প্রভাবশালী ইউরোপীয় কোম্পানি ‘লুইস ড্রেইফাস কোম্পানি’ (এলডিসি) এখন দেশীয় বাজারে সরাসরি পণ্য সরবরাহ বাড়াতে সক্রিয় হয়েছে। ২০২২ সালে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করার পর মাত্র তিন বছরের মাথায় প্রতিষ্ঠানটি নিজস্ব উৎস থেকে কৃষিপণ্য আমদানি করে স্থানীয় ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার পরিকল্পনা করছে।
সিঙ্গাপুরে অবস্থিত এলডিসির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান রুবেন্স মার্কেস জানিয়েছেন, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর আমদানি সক্ষমতা সীমিত। তাদের জন্য সহজ ও প্রতিযোগিতামূলক দামে পণ্য পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য আমদানি হয়। খাদ্যপণ্য, প্রাণিখাদ্য ও রপ্তানিমুখী কাঁচামালের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই প্রবণতার সুযোগে এর আগেও অ্যাগ্রোকর্প, সুইস সিঙ্গাপুর ও ইটিজি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ১,৫০৬ কোটি ডলারের কৃষিপণ্য আমদানি হয়েছে। এর মধ্যে প্রায় ১৩৩ কোটি ডলারের পণ্য সরবরাহ করেছে এলডিসি। পণ্যের তালিকায় রয়েছে গম, সয়াবিন বীজ, ক্যানোলা, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল, ভুট্টা, তুলা ও সয়া কেক। এগুলো এলডিসি আমদানি করেছে ১৯টি দেশ থেকে, যার মধ্যে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে এসেছে প্রায় ৬৫%।
বাংলাদেশের মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, টি কে গ্রুপ ও বাদশা গ্রুপের মতো শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান এলডিসির বড় ক্রেতা। এলডিসি জানায়, শুরুতে খাদ্যশস্য, ডাল ও তেলবীজে গুরুত্ব দেওয়া হলেও ভবিষ্যতে অন্যান্য কৃষিপণ্যেও সরবরাহ বাড়বে।
বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাঁচামাল সরবরাহে এলডিসি কাজ করতে চায়। কাঁচা তুলা আমদানিতে দীর্ঘ সময় লাগায় এলডিসি সরবরাহ অবকাঠামো উন্নয়নে সম্ভাব্যতা যাচাই করছে। কোম্পানিটি চায়, স্থানীয় কারখানাগুলোর মূলধন যেন বেশি সময় আটকে না থাকে।
১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশকে এলডিসি একটি গুরুত্বপূর্ণ ও দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে দেখছে। কৃষিভিত্তিক পণ্য সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ ও সরাসরি বিতরণব্যবস্থায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বাজারে আরও গভীরভাবে প্রবেশের পরিকল্পনা তাদের।









Opa! Me falaram da Stakerbet, e parece que tão dando uns bônus maneiros. Será que vale a pena se cadastrar? Alguém aí já testou a plataforma deles? Dá uma olhada aqui: stakerbet