
জনপ্রিয় বলিউড কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’-এর তৃতীয় কিস্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। সিনেমা জগতে ‘বাবু রাও’ চরিত্রে যিনি অনন্য হয়ে উঠেছিলেন, এবার তাঁর সেই চরিত্রে আর দেখা যাবে না।
সূত্র মতে, ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য প্রযোজনা সংস্থার কাছ থেকে অগ্রিম নেওয়া ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন পরেশ রাওয়াল। শুধু ফেরত নয়, তিনি সেই অর্থের সঙ্গে প্রতিবছর ১৫ শতাংশ হারে সুদও যুক্ত করে দিয়েছেন। আরও দিয়েছেন অতিরিক্ত ক্ষতিপূরণ, যেন প্রযোজক সংস্থা কোনো আর্থিক ক্ষতির মুখে না পড়ে।

জানা গেছে, ছবির জন্য পরেশ রাওয়ালের সম্মানী ধরা হয়েছিল ১৫ কোটি রুপি। তবে অগ্রিম হিসেবে তিনি পেয়েছিলেন মাত্র ১১ লাখ। বাকি অর্থ—প্রায় ১৪.৮৯ কোটি রুপি—চুক্তি অনুযায়ী, ছবি মুক্তির এক মাস পর দেওয়ার কথা ছিল। ছবির শুটিং শুরু হবে ২০২৬ সালে এবং মুক্তির সম্ভাব্য তারিখ ২০২৬ সালের শেষ অথবা ২০২৭ সালের শুরু। এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার শর্তে রাজি হননি অভিনেতা।
প্রথমদিকে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করার পরিকল্পনা করলেও, সুদসহ অর্থ ও অতিরিক্ত ক্ষতিপূরণ ফেরতের পর আপাতত আইনি জটিলতা কেটে গেছে।
এখন ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন—‘বাবু রাও’ চরিত্রে কাকে দেখা যাবে? কারণ পরেশ রাওয়াল ছাড়া এই চরিত্র কল্পনাই করা কঠিন। তবে নির্মাতারা এখনো নতুন ‘বাবু রাও’ কে হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।









Hey guys, anyone catch the ‘đá gà c1 hôm nay’ matches? Was hoping for some good fights! Check it out here đá gà c1 hôm nay if you missed it.