
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক আক্রমণে নতুন করে প্রাণ হারালেন আরও অন্তত ৭৬ জন ফিলিস্তিনি। গত ২৪ ঘণ্টায় সংঘটিত এই হামলার খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার ফলে আহত ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য বিভাগের বরাতে জানায়, বোমা হামলা এখনও থামেনি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণকে লক্ষ্য করে নির্বিচারে হামলা চালাচ্ছে। অনেকের মতে, অন্তত ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন বা নিহত হয়েছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে ‘গাজার সবচেয়ে ভয়াবহ সময়’ হিসেবে উল্লেখ করে জানান, গাজার উত্তরাঞ্চলে কোনো ত্রাণ পৌঁছায়নি। পুরো উপত্যকায় কেবল অতি সামান্য পরিমাণে সহায়তা প্রবেশ করতে পারছে, যা চরম মানবিক সংকট সৃষ্টি করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জন।
তবে গাজার সরকার-নিয়ন্ত্রিত মিডিয়া অফিস দাবি করছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। তাদের তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন, যাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো আকস্মিক হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষকে জিম্মি করা হয়। সেই ঘটনার জের ধরে শুরু হয় এই দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী সংঘাত।













Interesting read! Seeing more platforms like JILIMK prioritizing legal compliance & security is great for Philippine players. Definitely check out the jilimk app download for a safer gaming experience – responsible gaming is key! 👍
Thinking of trying out good88moe. Anyone had any decent wins there? Keen to hear your experiences before I dive in. Learn more at: good88moe