খেলাধুলা

রিয়াল ছাড়ছেন মদ্রিচ, শনিবার শেষ ম্যাচ ঘরের মাঠে


১৩ বছরের ঐতিহাসিক অধ্যায় শেষে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাচ্ছেন লুকা মদ্রিচ। ফিফা ক্লাব বিশ্বকাপের পর এই স্প্যানিশ জায়ান্টের জার্সিতে আর দেখা যাবে না ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারকে। সামাজিক মাধ্যমে নিজেই এই ঘোষণা দিয়েছেন তিনি।

মদ্রিচ লিখেছেন, “সময় হয়ে গিয়েছে। এই মুহূর্তটা কখনোই আসুক চাইনি। কিন্তু জীবনে সব কিছুরই শুরু এবং শেষ আছে। শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আমার শেষ ম্যাচ খেলব। রিয়ালের জার্সি পরে খেলাটা স্বপ্নপূরণের মতো ছিল। গত ১৩ বছরে যা কিছু ঘটেছে, তা আমি কল্পনাও করিনি।”

রিয়াল মাদ্রিদের হয়ে মদ্রিচ খেলেছেন ৫৯০টি ম্যাচ। এ সময়ের মধ্যে তিনি জিতেছেন মোট ২৮টি ট্রফি—যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৫টি উয়েফা সুপার কাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ৫টি স্প্যানিশ সুপার কাপ। এই ট্রফি সংখ্যায় তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসে শীর্ষস্থানে।

বিদায় বার্তায় তিনি আরও বলেন, “এই ক্লাব আমার ফুটবল ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন পুরোপুরি বদলে দিয়েছে। প্রত্যাবর্তন, জয়, গৌরবময় রাতগুলো সবই স্মরণীয় হয়ে থাকবে। আমি ক্লাব, সতীর্থ, কোচ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। এই ভালোবাসা কখনো ভুলব না। আজীবন রিয়ালের একজন হয়ে থাকব।”

মদ্রিচের বিদায়ে শেষ হচ্ছে রিয়ালের একটি গৌরবময় যুগ। বের্নাবেউয়ে শনিবারের ম্যাচে হবে তার আবেগঘন বিদায়।

Show More

2 Comments

  1. It’s crucial to prioritize security when choosing an online casino – compliance is key! Seeing platforms like jilimk casino emphasize legal operation & ID verification gives me confidence. Responsible gaming is a must, too! 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button