আন্তর্জাতিক

ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’: যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র ঢাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন ও বিপুল পরিসরের প্রতিরক্ষা প্রকল্পের ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে আমেরিকার আকাশকে যেকোনো ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা সম্ভব হবে। ‘গোল্ডেন ডোম’ নামের এই সুপার অ্যাডভান্সড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগামী চার বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প জানান, এই প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৭,৫০০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে আড়াই হাজার কোটি ডলার ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে গোল্ডেন ডোম পুরোপুরি কার্যকর হবে।

নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুত এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, “আমি আমেরিকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম উপহার দেব, আজ সেটি বাস্তব হতে যাচ্ছে।” গোল্ডেন ডোম একসঙ্গে ক্রুজ, ব্যালেস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হবে।

ট্রাম্প আরও জানান, ইসরায়েলের ‘আয়রন ডোম’ সিস্টেমের তুলনায় গোল্ডেন ডোম হবে অনেক বেশি আধুনিক ও কার্যকর। এই প্রকল্পে কানাডাও অংশ নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হলেও এখনো দেশটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

মার্কিন কংগ্রেসের বাজেট অফিস অবশ্য আশঙ্কা প্রকাশ করেছে যে প্রকল্পটির চূড়ান্ত খরচ ট্রাম্পের ঘোষণার তুলনায় অনেক বেশি হতে পারে।

চলতি বছরের ৪ মার্চ, প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের পর প্রথম মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এই প্রকল্পের প্রথম উল্লেখ করেন। তার লক্ষ্য, আমেরিকাকে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে প্রতিরক্ষা প্রযুক্তিতে শীর্ষস্থানে নিয়ে যাওয়া।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button