
ট্রেন্ট ব্রিজে ২৩ মে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম জিম্বাবুয়ের ঐতিহাসিক চারদিনের টেস্ট ম্যাচ। দুই দশক পর আবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এর আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড, যেখানে দীর্ঘদিন পর ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস। ম্যাচটিতে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন তিনিই।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড মঙ্গলবার রাতে ঘোষিত একাদশে রেখেছে অভিষেকের অপেক্ষায় থাকা স্যাম কুককে। এছাড়া ওপেনিংয়ে ফিরছেন জ্যাক ক্রলি এবং তিন নম্বরে দেখা যেতে পারে ওলি পোপকে। মিডল অর্ডারে রয়েছেন জ্যামি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুকের মতো অভিজ্ঞ ব্যাটাররা।
বোলিং বিভাগে রয়েছেন অনভিজ্ঞ মুখ গাস অ্যাটকিনসন ও জস টাং। স্পিন বিভাগে আছেন শোয়েব বশির। ভারতের বিপক্ষে পরবর্তী সিরিজ সামনে রেখে এই ম্যাচটি স্টোকসের ফর্মে ফেরার দারুণ সুযোগ।
উল্লেখযোগ্যভাবে, ২০০৩ সালের পর এই প্রথমবার সাদা পোশাকে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। ম্যাচটি চলবে ২২ থেকে ২৫ মে পর্যন্ত। এখনো স্কোয়াড ঘোষণা করেনি জিম্বাবুয়ে।












Yo, for all my Macau peeps, 7m.cn ma cao is where it’s at for live scores. I’m just sharing what I know, man.