
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে বিলম্ব ঘটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচনের সময় ঘনিয়ে এলেও সরকারের একটি মহল বিভিন্ন কৌশলে তা পেছানোর চেষ্টায় লিপ্ত।”
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আশা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেটিকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলমান। সরকারের বিভিন্ন অংশে অনুপ্রবেশ করে একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে চাইছে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে সাধারণ মানুষকে গোষ্ঠীতে ভাগ করা হচ্ছে। প্রশাসনের ভেতরেই নানা ধরনের দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।”
এ সময় তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার সংগ্রামকে আরও এগিয়ে নিতে হবে।”
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে ২৭ ও ২৮ মে ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে। ২৯ মে একটি আলোচনা সভা এবং ৩০ মে সকাল ১০টায় জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন দলীয় নেতারা।









Fun88dangky, I think that i am ready for the awesome experience. Click here to find out: fun88dangky