বিজ্ঞান ও প্রযুক্তি

ক্রোমে টেক্সট জুম ফিচার চালু

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোম ব্রাউজারে যুক্ত হলো নতুন ‘টেক্সট জুম’ ফিচার। এই ফিচারের মাধ্যমে ওয়েবসাইটের গঠন অপরিবর্তিত রেখে শুধু লেখার আকার বাড়ানো যাবে। এত দিন পুরো পেজ জুম হলে নকশা বিকৃত হয়ে যেত, কিন্তু এখন ‘টেক্সট সাইজ’ অপশন থেকে লেখার মাপ বাড়ানো যাবে সহজেই।

নতুন ফিচারটি চালু করতে ক্রোম অ্যাপে ডান কোণের তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘Text Size’ অপশন নির্বাচন করতে হবে। এরপর একটি স্লাইডারের মাধ্যমে পাঠ্য আকার বাড়ানো বা কমানো যাবে। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট ওয়েবসাইট বা একাধিক সাইটে এই সেটিংস ব্যবহার করতে পারবেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচার বিশেষত দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রবীণ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত উপযোগী হবে।

অন্যদিকে, ডেস্কটপ সংস্করণে যুক্ত হয়েছে নতুন OCR (Optical Character Recognition) টুল, যা স্ক্যান করা PDF নথি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে। ফলে যেকোনো তথ্য হাইলাইট, অনুসন্ধান কিংবা স্ক্রিন রিডারের সাহায্যে পাঠ করা যাবে সহজেই।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button