
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। একইসঙ্গে এই সময়ের মধ্যে চলবে গ্রীষ্মকালীন অবকাশ।
অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, শেষ হবে ১২ জুন।
এদিকে, ছুটির কারণে ১৭ মে এবং ২৪ মে—এই দুটি শনিবার, যেগুলো সাধারণত সাপ্তাহিক ছুটি থাকে, সেগুলোতে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একই নির্দেশনা জারি করা হয়েছে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিসের জন্যও।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দাপ্তরিক প্রয়োজনে ১৭ মে ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে। এ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খোলা রাখতে হবে।
এছাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
এই ছুটির সময়সীমা এবং অফিস-স্কুল খোলা রাখার নির্দেশনার মাধ্যমে সরকার শিক্ষা কার্যক্রমে ছেদ না ঘটিয়ে ছুটি ব্যবস্থাপনাকে কার্যকর রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।








Alright, 55666 bong88 is the real deal. I’ve had some decent wins on this site. The interface is clean and easy to navigate, which is a major plus. Give it a shot! 55666 bong88