রাজনীতি

হেফাজতের ২৪ ঘণ্টার আল্টিমেটাম: আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকাকে বিচ্ছিন্ন করার হুমকি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করলে ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার শাহবাগে এক গণজমায়েতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নেতারা।

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিকেল পাঁচটার দিকে এক বক্তব্যে বলেন, “ড. ইউনূস যদি ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে ছাত্র-জনতাকে সাক্ষী রেখে বলছি, ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে।”

এর আগে বেলা তিনটার পর থেকে শাহবাগ মোড়ে হেফাজতের ডাকে গণজমায়েত শুরু হয়। সাড়ে তিনটা থেকে স্ক্রিনের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়ে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।

আজিজুল হক বলেন, “আমাদের প্রতিজ্ঞা করতে হবে, ড. ইউনূস যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দেবেন, ততক্ষণ রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগ হচ্ছে ফেরাউনের বাহিনী, এরা বাংলাদেশে থাকতে পারে না। যারা এই দলে প্রেম খুঁজে পেয়েছেন, তারা দাদা-বাবুদের দেশে চলে যাক।”

আওয়ামী লীগকে “খুনি, সন্ত্রাসী ও গণহত্যাকারী দল” হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, “৯ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের বিচারের কোনো অগ্রগতি নেই। এই দলকে নিষিদ্ধ করতেই হবে।”

হেফাজতের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যেন দ্রুত পদক্ষেপ নেন।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button