
সিলেট বিভাগে আসন্ন ঈদুল আজহায় কুরবানির জন্য গবাদি পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের তথ্যমতে, বিভাগের চার জেলায় চাহিদা রয়েছে প্রায় ২ লাখ ৭১ হাজার পশুর। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ৩ লাখ ৮ হাজার ৫১৫টি কুরবানিযোগ্য পশু।
প্রাণিসম্পদ বিভাগ জানায়, এসব পশুর মধ্যে রয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৫৬টি ষাঁড়, ৩২ হাজার ৩৬৮টি বলদ, ৩৭ হাজার ৩৯২টি গাভি, ৫ হাজার ৪২০টি মহিষ, ৭৭ হাজার ৬৪৬টি ছাগল, ২৪ হাজার ১৪টি ভেড়া এবং ৯১৯টি অন্যান্য প্রজাতির পশু।
খামারিদের কাছেও পর্যাপ্ত পশু মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। স্থানীয়ভাবে উৎপাদিত পশুর পাশাপাশি প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে বড় আকৃতির গরু আসবে সিলেটের হাটে। বিশেষ করে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও কুষ্টিয়া থেকে এসব পশু আসবে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট বিভাগের প্রাণিসম্পদ পরিচালক ডা. মারুফ হাসান বলেন, “এ বছর কুরবানির পশুর চাহিদা কিছুটা কম হতে পারে। তবে সরবরাহ অনেক বেশি থাকায় কোনো ঘাটতির আশঙ্কা নেই।”













JJwinwin, my lucky charm? Maybe! I’ve had some decent wins so I’m sticking around. See for yourself jjwinwin.