
ঢাকার সরকারি সাত কলেজের কার্যক্রম নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি চুক্তিভিত্তিকভাবে প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রশাসকের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজ।
এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এদের শিক্ষার্থী সংখ্যা প্রায় দুই লাখ এবং শিক্ষক সংখ্যা এক হাজারের বেশি।
২০১৭ সালে এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে গত জানুয়ারিতে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে সরকার ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে। এই বিশ্ববিদ্যালয় হাইব্রিড মডেলে পরিচালিত হবে, যেখানে ৪০% ক্লাস অনলাইনে এবং ৬০% ক্লাস সশরীরে হবে।
তবে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সময় লাগবে, তাই এই পর্যন্ত সাত কলেজের জন্য অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে কাজ চলবে। প্রশাসক হিসেবে সাত কলেজের যেকোনো একজন অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি দপ্তর, রেজিস্ট্রার ও হিসাব দপ্তরের প্রতিনিধিরাও এতে থাকবেন।
ছাত্ররা প্রশাসক নিয়োগ ও নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রকাশ না হলে কর্মসূচি চলিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আজকের মধ্যে অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।








Just tried 789clubios, and wow, the interface is slick! Easy to navigate, and games load super fast. Definitely worth checking out if you’re looking for something new. Get your game on here! 789clubios