
ভারত-পাকিস্তান ম্যাচ বিরতির পর পুনরায় শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই নতুন পর্বেই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে ড্রাফটে না থাকলেও কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের পরিবর্তে তাকে অন্তর্ভুক্ত করেছে লাহোর কালান্দার্স।
গতকাল পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সাকিবের আগমনের বিষয়টি নিশ্চিত করে। ভিডিওতে সাকিব বলেন, “পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।”
লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা সাকিবকে নিয়ে বলেন, “সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে আমরা রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন। আমি আত্মবিশ্বাসী, তার উপস্থিতি মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।”
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে লাহোর কালান্দার্স। এর মধ্যে তারা জিতেছে চারটি এবং হেরেছে চারটি ম্যাচ, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিজেদের দশম ম্যাচে আজ রাত ৯টায় তারা মুখোমুখি হবে পেশোয়ার জালমির। এই ম্যাচ দিয়েই ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান।












Bong88org is my go-to when the main site is acting up. Always a smooth experience, no lag or weird glitches. Trust me, it’s a lifesaver! bong88org