
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত হলো ‘মার্চ ফর ইউনূস’। শনিবার (২৪ মে) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়।
‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, শুধু রাষ্ট্রপতি নয়, তারা জাতীয় সরকার গঠন, সংবিধান সংস্কার এবং ২০০৭ সালের জুলাই মাসের ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করছেন। সেইসঙ্গে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে অন্তত পাঁচ বছরের জন্য সময় দেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বক্তারা বলেন, “আপনারা আলোচনায় বসুন, প্রয়োজন হলে সময় নিন। বিতর্কিত বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করুন। সেই সরকার আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে নির্বাচন দেবে।”
সমাবেশে আরও একটি স্লোগান উঠে আসে, “ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো।”
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজক। তিনি বলেন, “সমাবেশে উপস্থিত人数 ছিল সীমিত, তবে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।”













Thinking about trying ‘chơi lottery 92’ since a local friend recommended it. Anybody had good experiences here? Learn more: chơi lottery 92.