
কদিন আগেও কেউ ভাবেনি, মৌসুমের শেষ এল ক্লাসিকোতে এসে সমান চাপ নিয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আগের তিন ক্লাসিকোতে বার্সার একচ্ছত্র আধিপত্য দেখে অনেকে ধরেই নিয়েছিলেন, এবারের লিগও তাদের মুঠোয়।
সেই তিন ম্যাচের দুটি আবার ছিল ফাইনাল—একটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে। টানা সাফল্যে উড়তে থাকা বার্সেলোনা লিগ নির্ধারণী ক্লাসিকোতেও ছিল পরিষ্কার ফেবারিট।
তবে চিত্রনাট্য বদলেছে হঠাৎ করেই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে দুই লেগ মিলিয়ে ৭–৬ গোলে হেরে গেছে বার্সেলোনা। এই পরাজয় শুধু ট্রেবল জয়ের স্বপ্ন নয়, দলটির আত্মবিশ্বাসেও বড়সড় ধাক্কা দিয়েছে।
এই সুযোগটাই কাজে লাগাতে চায় রিয়াল মাদ্রিদ। মৌসুমজুড়ে হোঁচট খাওয়ার পর এবার এল ক্লাসিকোতে জিতে লিগ শিরোপার দৌড়ে ফিরে আসতে চায় তারা। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির বিদায়টাকেও রাঙাতে চায় দলটি।

চলতি মৌসুম রিয়ালের জন্য ভুলে যাওয়ার মতো। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে ফাইনালে হার—সবই এসেছে বার্সার হাত ধরেই। কিন্তু এখন সব হতাশার মাঝেও লিগ শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখছে মাদ্রিদিস্তারা। এই স্বপ্ন পূরণ করতে হলে আজ বার্সাকে হারাতেই হবে।
বার্সার জন্যও ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। জয় পেলে তারা রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে যাবে এবং পরবর্তী ম্যাচেই (এস্পানিওলের বিপক্ষে) লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে রিয়াল জিতলে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র এক পয়েন্টে—যা লিগের উত্তেজনাকে নতুন করে চাঙা করে তুলবে।
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর ইয়ামাল ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘রোববার আমাদের আরেকটি ফাইনাল আছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ লিগ ম্যাচকে ‘ফাইনাল’ বলাই প্রমাণ করে বার্সা শিবিরের ভেতরের টানাপোড়েন।
বর্তমানে লিগে বার্সা ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫। আজকের ম্যাচ হারলে রিয়ালের শিরোপা স্বপ্ন প্রায় শেষ, আর বার্সার জয়ের মানে ডাবল নিশ্চিত করার সুবর্ণ সুযোগ।
এখন দেখার বিষয়, মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কে হাসবে শেষ হাসি—ট্রেবল স্বপ্নভঙ্গের পর ঘুরে দাঁড়ানো বার্সা, না কি হতাশার মৌসুমে এক চিলতে স্বপ্ন টিকিয়ে রাখতে মরিয়া রিয়াল মাদ্রিদ?






Download the 98winapp, you won’t regret it. Game’s are updated quick, and the interface is perfect! Get it here at 98winapp.