বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হচ্ছে এক কালের জনপ্রিয় কলিং অ্যাপ স্কাইপ

দীর্ঘ ২২ বছর বিশ্বজুড়ে ইউজারদের সংযুক্ত করার পর আজ ৫ মে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও ও অডিও কলিং সফটওয়্যার স্কাইপ। এক সময় তুমুল জনপ্রিয় এই অ্যাপটি স্কাইপি বা স্কাইপে নামেও পরিচিত ছিল।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০০৩ সালে বাজারে আসার পর থেকে স্কাইপ বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল সেবা দিয়ে ইন্টারনেটে যোগাযোগের একটি নতুন অধ্যায় শুরু করেছিল। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে অ্যাপটি ৩০ কোটির বেশি মাসিক সক্রিয় ইউজার অর্জন করে।

২০১১ সালে মাইক্রোসফট স্কাইপ কিনে নেয় ৮৫০ কোটি ডলারে। সে সময় এটি ছিল মাইক্রোসফটের যোগাযোগ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ, জুম ও মাইক্রোসফটের নিজস্ব Teams-এর জনপ্রিয়তা বাড়তে থাকায় স্কাইপের জনপ্রিয়তা কমে যায়।

অবশেষে এ বছরের ২৮ ফেব্রুয়ারি মাইক্রোসফট ঘোষণা দেয়, তাদের সমস্ত যোগাযোগ সেবা সমন্বিত করতে ৫ মে থেকে স্কাইপ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে প্রতিষ্ঠানটি Microsoft Teams-এ ফোকাস করবে।

স্কাইপের পেইড এবং ফ্রি উভয় সংস্করণই বন্ধ হচ্ছে। তবে ‘স্কাইপ ফর বিজনেস’ কিছুদিন চালু থাকবে নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য।

বর্তমান ইউজারদের জন্য করণীয়:

মাইক্রোসফট জানিয়েছে, ইউজাররা Skype.com ওয়েবসাইটে গিয়ে তাদের কন্টাক্ট লিস্ট ও চ্যাট হিস্টোরি সহজেই Teams-এ মাইগ্রেট করতে পারবেন। লগইন তথ্য অপরিবর্তিত থাকবে, শুধু প্ল্যাটফর্ম পরিবর্তন হবে। ডেটা ডাউনলোড বা স্থানান্তরের সুযোগ থাকছে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত। এরপর স্কাইপের সব তথ্য চিরতরে মুছে যাবে।

বিশেষজ্ঞদের মতে, স্কাইপ বন্ধের মাধ্যমে একটি যুগের অবসান হলো—যা ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে বহুদূর এগিয়ে দিয়েছিল।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button