১০ মে: রাজধানী ঢাকায় আজ শনিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বোচ্চ।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল শুক্রবার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, “আজ এখন পর্যন্ত দেশের সব আবহাওয়া স্টেশনের তথ্য হাতে না এলেও, অনেক জায়গায় তাপমাত্রা গতকালের তুলনায় অপরিবর্তিত বা আরও বেশি হতে পারে।”
দেশের মধ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যেখানে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, এপ্রিল মাসে দেশে তাপপ্রবাহ অপেক্ষাকৃত কম ছিল। তবে মে মাসের শুরুতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও, গত বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। শুধু গতকালই দেশের ৪৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।
তীব্র গরমে জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, জরুরি প্রয়োজন ছাড়া দুপুরের রোদে বাইরে না যাওয়ার এবং পর্যাপ্ত পানি পান করার।













VN88 coming in clutch with the sweet deals. Been winning some lately! Give it a go nhacaivn88.