রাজনীতি

ছাত্রদলের হুঁশিয়ারি: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ রবিবার অপরাজেয় বাংলার পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “মান-সম্মান থাকতে আপনারা সরে দাঁড়ান। সেই কর্মসূচি দিতে বাধ্য করবেন না, যাতে ছাত্র-শিক্ষকের সম্পর্ক বজায় না থাকে।”

এই সমাবেশ আয়োজন করা হয় শহীদ শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার প্রতিবাদে। সমাবেশে উপাচার্যকে ‘ফাদার অব মবোক্রেসি’ আখ্যায়িত করেন ছাত্রদল নেতা গণেশ, এবং বলেন—“আজকের পর থেকে এই উপাচার্যকে আর মাননীয় বলব না।”

সমাবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীরা কালো পতাকা হাতে টিএসসি থেকে মিছিল বের করে। বক্তারা বলেন, বর্তমান প্রশাসনের ওপর আর আস্থা রাখা সম্ভব নয়। তারা দাবি করেন, উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে ‘অশোভন আচরণ’ করার জন্য উপাচার্যকে ক্ষমা চাইতে হবে এবং সঙ্গে সঙ্গেই পদত্যাগ করতে হবে।

ছাত্রদলের অন্য নেতারা জানান, প্রশাসনের ব্যর্থতায় ক্যাম্পাসে একাধিক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে ফজলুল হক হলের মারধরের ঘটনা, গাছে ঝুলন্ত লাশ, গ্রাফিতি মুছে ফেলা এবং চারুকলায় আগুন লাগানো।

ছাত্রদল হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যদি দ্রুত পদত্যাগ না করা হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে, যা শিক্ষক-ছাত্র সম্পর্কের অবনতি ঘটাতে পারে।”

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button