বিনোদন

চিকিৎসাধীন নুসরাত ফারিয়া, বন্ধ সব যোগাযোগ


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে তিনি কিছুদিনের জন্য সব ধরনের বাইরের যোগাযোগ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন নিজেই।

শুক্রবার (২৩ মে) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফারিয়া জানান, তিনি মানসিক ও শারীরিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছেন এবং এই সময়টিকে জীবনের সবচেয়ে দুঃসহ বলে উল্লেখ করেন।

তিনি লেখেন, “আমি জানি অনেকেই আমার খোঁজ নিচ্ছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এখন গুরুতর অসুস্থতায় ভুগছি এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি। ফলে ফোনসহ সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে।”

ফারিয়া আরও লেখেন, “গত কিছুদিন ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের সময়। তবে আপনাদের ভালোবাসা ও সহানুভূতি আমাকে এগিয়ে যেতে সাহস দিয়েছে। সাংবাদিক এবং গণমাধ্যমের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের মানবিকতা ও সহানুভূতি এই কঠিন সময়ে আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।”

তিনি জানান, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করছেন এবং ভক্তদের ভালোবাসায় আবার কাজে ফেরার আশা করছেন।

প্রসঙ্গত, গত ১৮ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে একটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। মামলাটি ছিল গত বছরের ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ এনামুল হকের দায়ের করা অভিযোগের অংশ। জামিনে মুক্তির পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button