
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম কিবরিয়াকে ঘুস নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া চবির অগ্রণী ব্যাংকে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করছেন। ভিডিওতে তাকে এক লাখ টাকা নিতে এবং আরও অর্থ নিয়ে দর-কষাকষি করতে দেখা গেছে। অভিযোগ উঠেছে, ‘জেরিন গ্রুপ’ নামে একটি প্রহরী সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ভিত্তিতে অস্থায়ী নিয়োগের নামে কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিনি নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। একইসঙ্গে, ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় গোলাম কিবরিয়া বলেন, “ভিডিওটি এডিট করা হতে পারে। আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। জেরিন গ্রুপের পারফরম্যান্স খারাপ হওয়ায় প্রহরী সংখ্যা কমানো হয়, এতে তারা ক্ষিপ্ত হয়ে থাকতে পারে।”
চবি ক্যাম্পাসে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








Hey gamers! 888slotapps is where it’s at if you’re looking for some mobile fun. Downloaded the app and instantly got hooked. Simple to use with tons of options. Definitely worth checking out. 888slotapps