বাণিজ্য

চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা চালু না থাকলে বেতনভাতা দেবে না মালিকপক্ষ: বিজিএমইএর সাবেক সভাপতি

চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা চালু না থাকলে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার দায়িত্ব নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, “ঈদ আসছে, কিন্তু বন্দরে কাজ থেমে আছে। আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। চীন থেকে ১৪ দিনে চট্টগ্রামে কাঁচামাল এলেও তা ঢাকায় পৌঁছাতে সময় লাগছে ১৮ দিন। এভাবে ব্যবসা করা অসম্ভব।”

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিজিএমইএর সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলনেতা আবুল কালাম ও সংগঠনের শীর্ষ নেতারা।

কাজী মনিরুজ্জামান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সংস্কার করুন, কিন্তু শিল্প ধ্বংস করে নয়। চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে, আমদানি-রপ্তানি সচল রাখতে হবে। তা না হলে ঈদের আগে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “রপ্তানি বন্ধ থাকলে কনটেইনার রাস্তায় পড়ে থাকবে, আমরা টাকা পাব কোথা থেকে? শ্রমিকদের বেতন দেব কীভাবে?”

এদিকে এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত কেন্দ্র করে রাজস্ব প্রশাসনে অসন্তোষ তৈরি হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে কলমবিরতি ও কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানিতে বিঘ্ন ঘটছে। সংস্থাটির কর্মকর্তারা আজ থেকে চেয়ারম্যানকে অসহযোগিতা এবং শনিবার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

অনুষ্ঠানে কাজী মনিরুজ্জামান বলেন, “শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের গাড়ি-বাড়ি বিক্রি করতে হচ্ছে, যা খুবই দুঃখজনক। আমরা দীর্ঘদিন ধরে বলছি, এক্সিট পলিসি প্রয়োজন, যাতে দুর্বল শিল্প মালিকরা নিরাপদে সরে যেতে পারেন।”

অন্যদিকে, শ্রম ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিএনজেড ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা শিগগির পরিশোধ করা হবে। একই সঙ্গে রেড অ্যালার্ট জারি করে বিদেশে পলাতক গার্মেন্টস মালিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button