বিনোদন

গায়ক মাঈনুল আহসান নোবেল অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার

অপহরণ ও ধর্ষণের অভিযোগে কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ডেমরার সারুলিয়ার আমতলা এলাকায় অভিযান চালায় এবং নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করে। পরে ওই নারী রাতেই থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাত দুইটায় অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সংগীত প্রতিযোগিতা ‘সারেগামাপা’তে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন নোবেল। তবে তারকাখ্যাতির পাশাপাশি বিভিন্ন সময় নানা বিতর্কেও জড়িয়েছেন তিনি। এর আগেও একাধিক অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button