
বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হলো আরেকটি মাইলফলক। এবার উর্দু ভাষায় ডাব করে পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘জংলি’।
লাহোরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট আজ রোববার হোয়াটসঅ্যাপে এক বার্তায় এই তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
‘জংলি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র এর কর্ণধার জাহিদ হাসান অভি জানান, “সিনেমাটি উর্দু ভাষায় ডাব করা হচ্ছে এবং আগামী ঈদুল আজহা উপলক্ষে পাকিস্তানে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে আমাদের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তি পেয়েছিল, তবে ‘জংলি’ হচ্ছে প্রথম সিনেমা যা উর্দু ভাষায় ডাব করে মুক্তি পাচ্ছে।”
উল্লেখযোগ্য যে, পাকিস্তানে ইতিপূর্বেও বাংলাদেশের দুটি সিনেমা ইংরেজি সাবটাইটেল সহ মুক্তি পেয়েছে, তবে এবারই প্রথম উর্দু ভাষায় সম্পূর্ণ ডাব করা বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে।
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শবনম বুবলি, দিঘী এবং শিশু শিল্পী নৈঋতা।
উর্দু ভাষায় ডাব করার মাধ্যমে সিনেমাটি দুই দেশের দর্শকদের মধ্যে সংস্কৃতি বিনিময়ের নতুন দ্বার খুলে দিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।









Look, it’s gà chọi c1.com. Still leading to gachoic1com.com, which… we all know what that is by now. Proceed with caution. Find it here: gà chọi c1.com