
পবিত্র ঈদুল আজহার আগে বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইনের তিনটি নোট— ২০, ৫০ ও ১০০০ টাকা। তবে এই নোটগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে কোনো ব্যক্তির ছবি থাকছে না। বরং থাকবে প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রাণীর চিত্র।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানান।
তিনি বলেন, “আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। ঈদের আগেই এগুলো বাজারে আসবে। এবারকার নোটগুলোতে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এর পরিবর্তে থাকবে আমাদের দেশীয় ঐতিহ্য, প্রকৃতি ও স্থাপনার ছবি।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ধর্মীয় স্থাপনাগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে, তবে ধর্ম নয়, গুরুত্বের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। “ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোই থাকবে, তা মসজিদ, মন্দির বা প্যাগোডা যাই হোক।”
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তবে গত মার্চে এই ছবি সংবলিত নোট বিতরণ স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজারে নতুন নোটের ঘাটতি দেখা দেয় এবং পুরনো নোটের ব্যবহার বাড়ে।
বাংলাদেশ টাঁকশাল সূত্রে জানা গেছে, নতুন নোট ছাপাতে সাধারণত এক থেকে দেড় বছর সময় লাগে। তবে বর্তমান সরকারের অধীনে গত ডিসেম্বরে নতুন নকশার নোট ছাপানোর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বর্তমানে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাপানো হচ্ছে। টাঁকশালের একসঙ্গে তিনটির বেশি নোট ছাপানোর সক্ষমতা না থাকায় ধাপে ধাপে বাকি নোট আসবে।









Really insightful article! Seeing platforms like JILIMK prioritize legal compliance & security is a huge step for Philippine online gaming. Considering a jilimk download apk for a safer experience might be worth exploring. Great read!
W88ngo has been around for ages. Always reliable, always got a good selection. Solid choice for your betting needs. Classic! I found my way to w88ngo.