
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ত্রাণ সহায়তা বন্ধের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। এর জেরে ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে লন্ডনে তলব করা হয়েছে দেশটির রাষ্ট্রদূতকে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে জানান, ইসরায়েলের সাম্প্রতিক ‘নিন্দনীয়’ কর্মকাণ্ড যুক্তরাজ্যকে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। তিনি বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার মিথ্যাচারের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে অভিযান আরও বাড়িয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”
তিনি জানান, যুক্তরাজ্য-ইসরায়েল ‘২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপ’-এর বিভিন্ন সহযোগিতা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। ল্যামি বলেন, “ইসরায়েলের কাজকর্ম আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। বারবার অনুরোধ সত্ত্বেও নেতানিয়াহুর সরকার শান্তি ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে।”
গাজায় মানবিক সহায়তা বন্ধের প্রসঙ্গে ল্যামি বলেন, “মাত্র ১০টিরও কম ত্রাণবাহী ট্রাক মঙ্গলবার গাজায় প্রবেশ করতে পেরেছে। এ অবস্থা এক কথায় লজ্জাজনক।” তিনি আরও জানান, ইসরায়েলের রাষ্ট্রদূতকে স্পষ্ট জানানো হয়েছে যে, ত্রাণ প্রবেশে বাধা দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এই পরিস্থিতিতে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য তিন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ব্রিটিশ জনগণের পক্ষ থেকে ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে ল্যামি বলেন, “গাজায় চলমান এই যুদ্ধ ইসরায়েল ও যুক্তরাজ্যের সম্পর্কের উপর মারাত্মক প্রভাব ফেলছে। আমরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানাই—এই মুহূর্তে অবরোধ প্রত্যাহার করুন এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছাতে দিন।”
এদিকে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “কোনো বিদেশি চাপ ইসরায়েলকে তার আত্মরক্ষার অধিকার থেকে বিরত রাখতে পারবে না।”
তিনি দাবি করেন, যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য আলোচনা এমনিতেই খুব বেশি অগ্রসর ছিল না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত ইসরায়েলবিরোধী মানসিকতারই বহিঃপ্রকাশ।
ইসরায়েলি অবরোধের ফলে টানা ১১ সপ্তাহ ধরে গাজায় মানবিক সহায়তা কার্যত বন্ধ রয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে সংকটে রয়েছে শিশুরা।













Ok, 99okbet seems like something that could be good. Going try it out to see what the buzz is. Good selections of games and hopefully and a good payout. 99okbet