Uncategorized

ইংলিশ পেসারদের ভয়ে কোহলির টেস্ট অবসর? উঠছে প্রশ্ন

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা বিসিসিআইকে জানিয়েছেন বিরাট কোহলি—এমন খবর ঘুরে বেড়াচ্ছে ভারতের ক্রীড়াঙ্গনে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে কেন এমন সিদ্ধান্ত, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না এখনো।

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ভিডিও ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কোহলি। ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের দুই পেসার গাস আটকিনসন ও জোস টং স্টাম্প উড়িয়ে দিচ্ছেন একের পর এক ব্যাটারদের। এরপরই মজার ছলে বলা হয়, ইংলিশ পেসারদের ভয়েই নাকি কোহলি অবসরে যাচ্ছেন।

তবে বাস্তবতা বলছে, ২০১৮ সালের ইংল্যান্ড সফরেই কোহলি ছিলেন সবচেয়ে সফল। পাঁচ টেস্টে ৫৮৩ রান করে হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৯ সালে তার ব্যাটিং গড় ছিল ৫৫.১০, যা এখন কমে এসেছে ৩২.৫৬-এ।

সব মিলিয়ে অভিজ্ঞ এই ব্যাটারের অবসর নিয়ে রয়েছে ধোঁয়াশা। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতে, নতুন অধিনায়কের অধীনে ইংল্যান্ড সফরে কোহলির অভিজ্ঞতা হতে পারে গুরুত্বপূর্ণ। ২০ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজে শেষ পর্যন্ত কোহলি খেলেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Show More

One Comment

  1. Checking out ta28. This one is quite interesting. Would recommend, solid choice for something new. Let me know what you think of the website once you visit it yourself! ta28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button