
দীর্ঘ এক মাস ধরেই চলছিল জল্পনা—শেষমেশ সেটাই সত্যি হলো। চলতি মৌসুম শেষে বায়ার লেভারকুসেনের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জাবি আলোনসো। শুক্রবার নিজেই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন স্পেনের বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডার।
২০১৫ সাল পর্যন্ত খেলোয়াড়ী জীবন শেষে কোচিং ক্যারিয়ার শুরু করেন আলোনসো। ২০২২ সালে যখন লেভারকুসেনের দায়িত্ব নেন, তখন ক্লাবটি কঠিন সময় পার করছিল। শীর্ষ পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও প্রথম পূর্ণ মৌসুমেই বাজিমাত করেন আলোনসো। লেভারকুসেনকে এনে দেন তাদের ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা এবং তুলেন ইউরোপা লিগের ফাইনালে।
তবে চলতি মৌসুমে লেভারকুসেনের পারফরম্যান্স আগের মতো না হলেও, আলোনসোর আধুনিক ও কৌশলনির্ভর কোচিং প্রশংসিত হয়েছে ফুটবল মহলে। তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ অনেক আগেই চোখ রাখে এই তরুণ কোচের ওপর।
জানা গেছে, কার্লো আনচেলত্তি ক্লাব ছাড়ার পর তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে পারেন আলোনসো। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-এর দাবি অনুযায়ী, চুক্তির আনুষ্ঠানিকতা অনেকটাই সেরে ফেলেছে দুই পক্ষ। তবে তা কার্যকর হবে ফিফা ক্লাব বিশ্বকাপের পর, যা অনুষ্ঠিত হবে জুনে।
আলোনসো রিয়ালে গেলে তার সঙ্গে থাকবেন বিশ্বস্ত সহকারী সেবাস পারিলা, যিনি রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে আলোনসোর সহকর্মী ছিলেন। কোচিং দর্শনে একসঙ্গে কাজ করার জন্যই তাকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আলোনসো।
এভাবেই লেভারকুসেনে আলোনসোর স্বল্প কিন্তু উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এখন অপেক্ষা শুধু রিয়াল মাদ্রিদ অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা।












If you’re in Singapore and love casinos, the sgcasinoapp seems essential! Mobile gaming at your fingertips. Game on! Get this mobile app now at sgcasinoapp.