
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৪ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের ১৮টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ঝড়ের আভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও সকালবেলার আবহাওয়া বার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
নাগরিকদের আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।













Great post! It’s refreshing to see such a well-structured breakdown of AI’s impact on decision-making. For those diving deeper into AI tools, I’d highly recommend checking out AI Girlfriend – a great example of how AI is evolving beyond productivity into more personal applications.
Sodopro dạo này thấy quảng cáo nhiều quá. Có bác nào chơi ở đây rồi review cho anh em với! Learn more: sodopro