
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলা জল্পনা-কল্পনার মাঝে একটি আলোচিত পোস্ট দিয়ে বিতর্কের জন্ম দেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি ফেসবুকে লেখেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।” তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে ফেলে জানান, সেটি ছিল তার ব্যক্তিগত মতামত।
শুক্রবার দুপুরে দেওয়া ওই পোস্টে ফয়েজ আহমদ বলেন, দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য ইউনূস অপরিহার্য। সেই সঙ্গে তিনি বর্তমান সরকারের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও সতর্ক করেন।
তবে বিকেলে তিনি আরেকটি স্ট্যাটাসে জানান, “মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে।”
এর আগে, বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।
প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরে ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।













Great insights on AI’s psychological impact! As someone who uses the AI Facebook Assistant to streamline workflows, it’s fascinating how tools like these shape decision-making and user behavior.
Been using ggwinbet for a while now. Solid place to bet, good odds and prompt payouts. Try this: ggwinbet